ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৩০

সরকারি চাকরির স্থগিত সব পরীক্ষা নভেম্বরে 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪০ ২৩ জুন ২০২০  

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, চলতি বছরের নভেম্বর মাসে সরকারি চাকরির স্থগিত হওয়া সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার গণমাধ্যমকে তিনি বলেন, এ পরীক্ষা নভেম্বরেই শেষ হবে। বয়সসীমার বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেয়া হবে বলে তিনি জানান।

দেশে গত ৮ মার্চ নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয়। এরপর ভাইরাসটির সংক্রমণ রোধে গত চার মাসে সরকারি চাকরির কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

জানা গেছে, কভিড-১৯-এর প্রভাবে তিনটি বিসিএস ও নন ক্যাডার চাকরির পরীক্ষাসহ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ১৩টি পরীক্ষা স্থগিত রয়েছে। এছাড়া খাদ্য অধিদপ্তর, ব্যান্সডক, তুলা উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ সরকারি আরো বেশ কিছু প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া স্থ‌গিত র‌য়ে‌ছে।

চাকরি বিভাগের পাঠকপ্রিয় খবর